fbpx
দু‍র্ঘটনাপরিবেশ ও জীববৈচিত্রবাংলাদেশসমগ্র বরিশাল
Trending

খেল’তে নেমে জোয়ারে’র পানিতে দুই শিশুর মৃ’ত্যু

বরিশা’লের মেহেন্দীগঞ্জ উপজেলায় নদীর জোয়া’রের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধ’বার বিকেলে জোয়ারের পানিতে খে’লতে নামলে তারা মারা যায়। ওই দুই শিশু হচ্ছে উপ’জেলার কাজীরচর এলাকার মনির মাতু’ব্বরের মেয়ে সাফিয়া আক্তার (৭) ও দড়ির’চরের খাজুরিয়া গ্রামের মাই’দুল ইসলাম মুনসির ছেলে ফার’হান (৮)। মেহেন্দীগঞ্জের উপজেলা নির্বাহী ক’র্মকর্তা (ইউএনও) পিজুষ চন্দ্র দে এই তথ্য জানি’য়েছেন।

স্থানীয় সূত্র জানায়, বুধ’বার বিকেলে ৪টার দিকে নদ-নদীতে অ’ধিক উচ্চতার জোয়ার শুরু হয়। জোয়া’রের পানি নদীর তীর ছাপিয়ে লোকা’লয়ে ঢুকে পড়ে। এ সময় সাফিয়া ও ফারহান জোয়া’রের পানি দেখে বাড়ির সামনে খে’লতে নামে। হঠাৎ পানির চাপ বেড়ে গেলে তারা ডুবে যায়। পরে পরি’বারের লোকজন তাদের লাশ উদ্ধার করে।

বঙ্গোপ’সাগরে লঘুচাপের প্রভাবে অধিক উচ্চতার জোয়া’রের পানির কারণে গত রোববার থেকে বরিশা’লসহ দক্ষিণাঞ্চলের সব জেলা প্লাবিত হয়েছে। জো’য়ারের পানি বাড়িঘর ও ফসলি জমিতে ঢুকে পড়েছে। বরি’শাল নগরের অধিকাংশ সড়কে হাঁটু’সমান পানি। নদ–নদীতে পানি বাড়ায় দুর্ভো’গে পড়েছেন চর ও নিম্নাঞ্চ’লের বা’সিন্দারা।

Facebook Comments

Related Articles

Leave a Reply

Back to top button