fbpx
দু‍র্ঘটনাফরিদপুরবাংলাদেশ

ফরিদ*পুরে ট্রাকের সঙ্গে সাই*কেলের সং*ঘর্ষে নি*হত ১

ফরিদ*পুরের বোয়াল*মারীতে ট্রাকের সঙ্গে বাই*সাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহ*স্পতিবার বি*কেল চার*টার দিকে উপ*জেলার ছোলনা গ্রামে বোয়াল*মারী-ময়েন*দিয়া সড়*কের জেকেএ ইট*ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্য*ক্তির নাম শওকত মোল্লা (৪৫)। তিনি বহু*জাতিক কোম্পানি ইউনিলি*ভারের বিক্রয় প্রতি*নিধি হিসেবে কর্ম*রত ছিলেন। বাড়ি উপ*জেলার গুন*বাহা ইউ*নিয়নের গুড়*দিয়া গ্রামে। পুলিশ ট্রাকের চালক মনি*রুল ইসলাম ও সহ*যোগীকে আটক করেছে।

kbmnews24.com

ঘট*নার সত্যতা নিশ্চিত করে বোয়াল*মারী থানার উপ*পরিদর্শক (এসআই) মো. সাহা*দত হোসেন বলেন, নিহত শও*কত ইউনিলি*ভারের বিক্রয় প্রতি*নিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপ*জেলার ময়েন*দিয়া অফিসে কাজ শেষ করে বাই*সাইকেল চালিয়ে বোয়াল*মারী আসছিলেন। এ সময় বিপ*রীত দিক থেকে আসা একটি ট্রা*কের সঙ্গে ওই বাই*সাইকেলের সামনা*সামনি সংঘর্ষ হয়। এতে বাই*সাইকেল*চালক শওকত ঘটনা*স্থলেই নিহত হন।

এসআই বলেন, ট্রাকটি উপ*জেলার চতুল ইউ*নিয়নের গোল্ডেন জুট মিলে যাচ্ছিল। এ ঘটনায় মাম*লার প্রস্তুতি চলছে।

Facebook Comments

Related Articles

Leave a Reply

Back to top button