fbpx
পরিবেশ ও জীববৈচিত্রবাংলাদেশসমগ্র খুলনাসমগ্র চট্টগ্রামসমগ্র ঢাকাসমগ্র বরিশালসমগ্র ময়মনসিংহসমগ্র রংপুরসমগ্র রাজশাহীসমগ্র সিলেটস্বাস্থ্য ও চিকিৎসা
Trending

বাংলা’দেশে করো’না শনাক্ত ৩ লাখ ছা’ড়াল

দেশে নমুনা পরী’ক্ষার মাধ্যমে করোনা’ভাইরাস সংক্রমিত রোগী শ’নাক্তের সংখ্যা ৩ লাখ ছাড়াল। বিশ্বে ১৫ তম দেশ হিসেবে ৩ লাখে’র বেশি করোনা শনাক্তের তালি’কায় প্রবেশ করল বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় দেশে ২ হা’জার ৫১৯ জনের করোনা’র সংক্র’মণ শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে ৩ লাখ ২ হাজার ১৪৭ জনের করো’না শনাক্ত হলো।

গত ২৪ ঘণ্টায় ক’রোনায় মারা গেছেন ৫৪ জন। জুলাই ও আগস্টের মধ্যে এটি এক দিনে সর্বো’চ্চ মৃত্যু। সব মিলে এখন পর্যন্ত করো’নায় সংক্রমিত হয়ে মোট মারা গেছে’ন ৪ হাজার ৮২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাই’রাসের নমুনা পরীক্ষা বা’ড়লেও শনাক্তের সংখ্যা কমেছে।

বুধবার দেশে’র করোনার সংক্রমণ পরিস্থিতির নিয়ে স্বাস্থ্য অধিদপ্ত’রের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা’নো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্য’ক্তিদের মধ্যে ৩৯ জন পুরুষ ও ১৫ জন নারী। বিজ্ঞপ্তিতে জা’নানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ ৩ হাজার ৪২৭ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সু’স্থ ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।

মঙ্গল’বার ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৪৫ জনের করো’নায় সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়। ওই সময় মা’রা যান ৪৫ জন। বিজ্ঞ’প্তির তথ্যমতে, দেশে ৯১টি ল্যাবে (পরীক্ষা’গার) করোনা পরীক্ষা হচ্ছে।

গত ২৪ ঘ’ণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৫ হাজা’র ৭০টি নমুনা। এর আগের দিন ১৪ হা’জার ১৫৩টি নমুনা পরী’ক্ষা করা হয়। এ পর্যন্ত পরী’ক্ষা হয়েছে ১৪ লাখ ৮৫ হাজার ২৬১টি নমু’না। গত ৮ মার্চ দেশে করো’নায় প্রথম সংক্রমিত ব্যক্তি শনা’ক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ করো’নায় প্রথম মৃত্যুর ঘট’না ঘটে।

Facebook Comments

Related Articles

Leave a Reply

Back to top button