মুন্সিগ’ঞ্জে পানি’তে ডুবে তিন শিশু’র মৃ’ত্যু

মুন্সি’গঞ্জ সদর উপজেলা’য় ঘুরতে গিয়ে নৌকা’ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্র’বার বিকেল সাড়ে চার’টার দিকে সদর উপ’জেলার চর’কেওয়ার ইউনিয়নের উ’ত্তর গুহেরকান্দি এলা’কায় এ দুর্ঘটনা ঘটে।
মৃ’ত শিশুরা হলো উত্ত’র গুহেরকান্দি গ্রামের তো’ফাজ্জল হোসেনের ছেলে মো. আরা’ফাত হোসেন (৭), পশ্চিম দেও’ভোগ এলাকার মো. আ’জিমের মেয়ে হা’ফসা (৭) ও ঢাকার তৈয়ব আলী’র মেয়ে তন্দ্রা আক্তার (১২)। হাফ’সা নিহত আরাফাতে’র মামাতো বোন ও তন্দ্রা খা’লাতো বোন।
শিশু আরা’ফাতের চাচাতো ভাই রা’জিব জানান, এক সপ্তা’হ আগে আরা’ফাতের খতনা করানো হয়। এ উপ’লক্ষে দুই দিন আগে আরা’ফাতের মা’মা ও খালারা স’বাই খতনার অনুষ্ঠানে এসে’ছিলেন।
দুপুরে খাওয়া’দাওয়া শেষে পা’শের একটি জলাশয়ের বর্ষার পা’নিতে আট-নয়জন নৌকা দিয়ে ঘুরছি’লেন। একপর্যায়ে নৌকাটি একটি পুকুরের দিকে এসে উ’ল্টে ডুবে যায়। এ সময় ডুবে যা’ওয়া নৌকা থেকে অন্যদে’র উদ্ধার করা হলেও ওই তিন শিশু নি’খোঁজ থাকে।
আরাফা’তের চাচা মো. আনোয়ার হো’সেন বলেন, এই তি’ন শিশুর কেউ সাঁতার জানত না। ঘটনার পর প্রা’য় ৩০ মিনিট ধরে খোঁজা’খুঁজি করা হয়। পরে তাদে’র উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাস’পাতালে নেওয়া হলে চিকিৎসক মৃ’ত বলে ঘোষণা করেন। তিনি আ’রও বলেন, আরাফা’তের বাবা দেশে নেই। আজকে বাড়ি’তে কত আনন্দ ছিল। এমন এক’টি দুর্ঘটনা তাঁদের সবার আন’ন্দ কেড়ে নেবে, কেউ সেটা মেনে নিতে পা’রছে না।
Facebook Comments