মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ
গত ১১ জুন ২০২১ তারিখে deshershongbad.com অনলাইন নিউজ পোর্টালে “পিলখানায় মুক্তিযোদ্ধার নাটক করে ছেলের পদন্নোতি – পিতা নিজেই অমুক্তিযোদ্ধা” টাইটেল দিয়ে, মিজানুর রহমান – নগরকান্দা প্রতিনিধির পাঠানো সংবাদ প্রকাশ করা হয়।
উক্ত সংবাদটি সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। পরবর্তিতে deshershongbad.com অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকের সাথে, উক্ত হাফিজুর রহমান সুমন এর যোগাযোগ হওয়ার পর এবং যথাযথ প্রমান পাওয়ার পর, তারা জ্ঞাত হয় যে, সংবাদে হাফিজুর রহমান সুমন এর বাবার সাথে প্রতিনিধি – আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক – মিজানুর রহমান মিজান এর পারিবারিক কলহ’কে কেন্দ্র করে, মিথ্যা সংবাদটি তৈরি করে তাদের পাঠানো হয়েছিলো।
এ বিষয়ে উল্লেখিত প্রতিবেদনটির deshershongbad.com অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক সহ সমস্ত স্ট্যাফগণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং উল্লেখিত প্রতিবেদনটির আমরাও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
deshershongbad.com অনলাইন নিউজ পোর্টালের প্রতিবাদের লিংক:
Facebook Comments