মোঃ রবিউল ইসলাম, ভাংগা ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুরের ভাংগা উপজেলায় হামিরদী ইউনিয়নে সিংগাড়িয়া গ্রামের বিল থেকে সোমবার রাতে বস্তাবন্দি অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে ভাংগা থানা পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে সিংগাড়িয়া গ্রামের মনির হোসেনের স্ত্রী ও তার ছেলেকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করে পুলিশ। লাল পায়জামা ও সাদা রঙ্গের জামা পরিহিত রয়েছে লাশের গায়ে।
এছাড়া একটি রড ও কালো দরিসহ লোহার ওজনবাট আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এ দিকে মা ও ছেলেকে আটক কালে পুলিশ সিংগাড়িয়া গ্রামের মনির হোসেনের পাকা বাড়িতে তল্যাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করে।
গতকাল রাতেই ভাংগা থানার অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় সূত্রে জানাযায় গতকাল সন্ধ্যায় গ্রামের একজন কৃষক পানিতে একটি বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে গ্রামের অন্যদের খবর দেয়।
বস্তাবন্দি লাশ ভাসার খবরে গ্রামের স্থানীয় জনতা সেখানে ভীর জমায়। স্থানীয় জনতা ভাংগা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।