ফরিদপুরে ফেস’বুকে স্কুল’ছাত্রীর আপত্তিকর ছবি : কলেজছাত্র গ্রেপ্তা’র
ফরিদ’পুরের বোয়ালমারীতে এক স্কুল’ছাত্রীর (১৩) আপত্তিকর ছবি সামা’জিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভি’যোগ উঠেছে। এ বিষয়ে থানায় লিখিত অভি’যোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে এক তরু’ণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই তরু’ণের নাম প্লাবন বিশ্বাস (১৮)। তিনি উপজে’লার দাদপুর ইউনিয়নের নুতু’বদিয়া গ্রামের বাসিন্দা। পড়েন ফ’রিদপুর সরকারি ইয়াসিন কলেজে উচ্চ মা’ধ্যমিক দ্বিতীয় বর্ষে।
পু’লিশ সূত্রে জানা যায়, মেয়েটি উপজেলা’র রূপাপাত ইউনিয়নের একটি গ্রামের বাসি’ন্দা। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতি’ষ্ঠানে অষ্টম শ্রেণিতে পড়ে। ওই কিশো’রীর আপত্তিকর ছবি সামাজিক যোগা’যোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন প্লাবন বিশ্বাস। এ বিষয়ে বৃহস্পতি’বার ওই কিশোরী থানায় ওই তরু’ণের বিরুদ্ধে ডিজিটাল নি’রাপত্তা আইনে লিখিত অভিযো’গ দেয়।
বোয়াল’মারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমি’নুর রহমান বলেন, স্কুলছাত্রীর লি’খিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপু’রে প্লাবন বিশ্বাসকে গ্রেপ্তার ক’রা হয়েছে। জব্দ করা হয়েছে তাঁর মুঠোফোন। তা’তে ওই কিশোরীর কিছু ছবি পা’ওয়া গেছে।