ফরিদপুরে’র বোয়ালমারী’তে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার ক’রেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডি’কেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বোয়াল’মারী থানায় একটি অপমৃত্যুর মাম’লা হয়েছে।
ওই কিশোরীর নাম জান্নাতি সুল’তানা (১৪)। সে উপজেলার রুপাপাত ইউনিয়নের কা’টাগড় গ্রামের আবু জাফর মিয়ার মেয়ে। ওই কিশোরী সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
লাশ উদ্ধারকারী পুলি’শ কর্মকর্তা বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুদ্দিন বলেন, পরিবা’রের লোকজনের ভাষ্য, পারিবারিক কলহের জের ধরে আত্ম’হত্যা করে সে। সকালে শোবার ঘরের আড়ার সঙ্গে তার লাশ ঝুলছিল। পরি’বারের লোকজন খবর দিলে বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে মর্গে পা’ঠানো হয়।
বোয়াল’মারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান জানান, এ ব্যাপারে থা’নায় একটি অপমৃত্যুর মামলা হ’য়েছে।